ভারতের শীর্ষ ধনীর আসন এবারও যথারীতি ধরে রেখেছেন মুকেশ আম্বানি। তিনিই প্রথম ভারতীয় ও এশীয় নাগরিক, যাঁর নিট সম্পদমূল্য ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বিভিন্ন খাতে তাঁর ব্যবসার সম্প্রসারণ হচ্ছে।
তবে আর্থিক (ডলারভিত্তিক) মূল্যের দিক থেকে চলতি বছর ভারতে সবচেয়ে বেশি সম্পদমূল্য বেড়েছে গৌতম আদানির। এ বছর আদানির সম্পদমূল্য বেড়েছে ৩৬ দশমিক ৮ বা ৩ হাজার ৬৮০ বিলিয়ন ডলার। গত বছর যুক্তরাষ্ট্রের শর্ট সেলার হিনডেনবার্গ রিসার্চ অভিযোগ তোলে, আদানি গোষ্ঠী জালিয়াতির মাধ্যমে শেয়ারের মূল্য বৃদ্ধি করছে। তবে এরপর ঋণের বোঝা কমিয়ে এবং গুরুত্বপূর্ণ বা নামকরা বিনিয়োগকারীদের ধরে রেখে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন গৌতম আদানি। ফলে তিনি আবার বিশ্বের শীর্ষ ২০ ধনীর তালিকায় ফিরে আসেন এবং ভারতীয়দের মধ্যে দ্বিতীয় হন। ৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন শিব নাদার।
ভারতের শীর্ষ নারী ধনীর তকমা এখনো ধরে রেখেছেন জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান সাবিত্রী জিন্দাল। চলতি বছর সম্পদমূল্য বৃদ্ধি পাওয়ায় তিনি এখন সম্মিলিতভাবে ভারতের চতুর্থ শীর্ষ ধনী; ২০২৩ সালে ছিলেন ষষ্ঠ শীর্ষ ধনী। তাঁর সম্পদমূল্য ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ভারতের ২০০ শতকোটিপতির মধ্যে দুই-তৃতীয়াংশেরই সম্পদমূল্য গত বছরের তুলনায় এবার বেড়েছে। এর মধ্যে অন্তত এক ডজন শতকোটিপতির সম্পদমূল্য দ্বিগুণ হয়েছে। তাঁদের মধ্যে আছেন আবাসন খাতের বৃহৎ ব্যবসায়ী কুশল পাল সিং। ভারতের আবাসন খাতে চাঙাভাব থাকার কারণে কুশলের আবাসন কোম্পানি ডিএলএফের সম্পদমূল্য বেড়ে ২০ দশমিক ৯ বিলিয়ন ডলারে উঠেছে। বদৌলতে তিনি বিশ্বের শতকোটিপতিদের তালিকায় ৯২তম স্থান পেয়েছেন। যদিও ২০০৮ সালে তিনি ছিলেন বিশ্বের ৮ম শীর্ষ ধনী ও তাঁর সম্পদমূল্য ছিল ৪০ বিলিয়ন ডলার।
এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                