মার্চের শেষ সপ্তাহে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়ে এ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় বন্দরগুলোয় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় রফতানিতে এমন প্রবৃদ্ধি এসেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি রফতানির ওপর নিষেধাজ্ঞা জোরদার করেছে। এ নিষেধাজ্ঞা ভালোভাবেই কাজ করছে। এর পরও ৩১ মার্চ শেষ হওয়া সপ্তাহে রাশিয়া ১৯০ কোটি ডলারের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে, এর আগের সপ্তাহে যা ছিল ১৭৫ কোটি ডলার। অর্থমূল্যে চার সপ্তাহের গড় রফতানি দাঁড়িয়েছে ১৭৪ কোটি ডলারে।
ওপেক প্লাস লম্বা সময় ধরেই বাজার নিয়ন্ত্রণে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ কমাচ্ছে। জোটের সদস্য হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে রফতানি কমাতে সম্মত হয়েছিল রাশিয়া। জোটের সঙ্গে চুক্তি অনুযায়ী, জানুয়ারি-মার্চ পর্যন্ত দৈনিক তিন লাখ ব্যারেল করে রফতানি কমানোর কথা জানায় দেশটি। ৩১ মার্চ শেষে দেশটির চার সপ্তাহের গড় রফতানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ৩৪ লাখ ৭০ হাজার ব্যারেলে, যা ওপেক প্লাসের সঙ্গে করা চুক্তির চেয়ে প্রায় দৈনিক ১ লাখ ৬০ হাজার ব্যারেল বেশি। দেশটি জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে রফতানির চেয়ে উত্তোলন কমানোর দিকেই বেশি মনোযোগ দেয়া হবে।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                