বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০০ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৭৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৯৫ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর। আজ সিএসইতে ২৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।