স্যামসাংয়ের প্রবৃদ্ধি বাড়তে পারে ১০ গুণ

স্যামসাংয়ের প্রবৃদ্ধি বাড়তে পারে ১০ গুণ
দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং মোটা অংকের মুনাফার পূর্বাভাস দিয়েছে । কোম্পানিটির পূর্বাভাস অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বাড়বে। খবর রয়টার্স।

স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চ তিন মাসে তাদের পরিচালন মুনাফা ৯৩১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন (৪৮৯ কোটি ডলার) হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের একই সময় পরিচালন মুনাফা ছিল প্রায় ৬৪ হাজার কোটি ইয়েন।

আর্থিক তথ্য সংস্থার বরাতে দক্ষিণ কোরিয়ান ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্রত্যাশাটি গড় পূর্বাভাস ২০ দশমিক ৫ শতাংশ অতিক্রম করেছে। স্যামসাং জানিয়েছে, বিক্রির পরিমাণ একই সময়ে ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭১ ট্রিলিয়ন ইয়েন হবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতারা সাম্প্রতিক বছরগুলোয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা মেমরি চিপ বিক্রিতে একটি ধাক্কা দিয়েছে।

বিশ্লেষক সংস্থা ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিসটিকস অনুসারে, সেমিকন্ডাক্টর বাজার এ বছরে পুনরুদ্ধার হবে বলে আশা করা যাচ্ছে। এ বাজারে ১১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির হতে পারে।

দক্ষিণ কোরিয়ার আরেক চিপ নির্মাতা এসকে হাইনিক্স জানুয়ারিতে জানিয়েছিল, টানা চার প্রান্তিকে লোকসানের পর মুনাফায় ফিরেছে তারা। এসকে হাইনিক্সকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিপমেকার মনে করা হয়।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না