জিম্বাবুয়েতে নতুন স্বর্ণ মুদ্রা চালু

জিম্বাবুয়েতে নতুন স্বর্ণ মুদ্রা চালু
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জিম্বাবুয়েতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালু করা হয়েছে। যার নাম জিগ। জানা গেছে, জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংক কাঠামোগত মুদ্রাব্যবস্থা চালু করেছে। সে অনুযায়ী নতুন মুদ্রা প্রবর্তন করা হয়েছে। বার্তা সংস্থা বিবিসি বরাত এ তথ্য জানা গেছে।

বিবিসি জানিয়েছে, নতুন এই স্বর্ণ মুদ্রায় তাতে স্বর্ণ ও মূল্যবান পাথরের বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে। দেশি-বিদেশি সব মুদ্রার সঙ্গে এটি বিনিময় করা যাবে।

জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জন মুশায়াভানহু বলেন, শিগগিরই স্বর্ণ মুদ্রার সঙ্গে বিনিময় হার নির্ধারণ করে দেয়া হবে। এর সঙ্গে প্রচলিত জিম্বাবুইয়ান ডলার পরিবর্তন করতে পারবে সব ব্যাংক।

তিনি বলেন, নতুন মুদ্রাব্যবস্থা প্রবর্তনের মূল লক্ষ্য হলো জিম্বাবুয়ের আর্থিক ব্যবস্থাপনাকে সরল, নিশ্চিত ও পূর্বাভাসের পর্যায়ে নিয়ে আসা। মোট ৮টি আকারে জিগ পাওয়া যাবে। ১ থেকে ২০০ জিগের নোট বাজারে আসছে। এগুলোর সঙ্গে নিজেদের কাছে থাকা মুদ্রাগুলোকে বিনিময়ের জন্য ২১ দিন সময় পাবেন নাগরিকরা।

গত ২৫ বছরে জিম্বাবুয়ের মুদ্রামানের চরম অবনমন ঘটেছে। কথিত আছে, দেশটিতে মুদ্রার বস্তা নিয়ে বাজারে যেতে হয়। এই পরিস্থিতিতে গত কয়েক বছর বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহার করেছে তারা। তবে তাতে অর্থনীতির হেরফের ঘটেনি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না