মালয়েশিয়ায় রাবার উৎপাদন কমেছে, বেড়েছে রফতানি

মালয়েশিয়ায় রাবার উৎপাদন কমেছে, বেড়েছে রফতানি

মালয়েশিয়া বিশ্বের অন্যতম প্রাকৃতিক রাবার উৎপাদক। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেখানে পণ্যটির উৎপাদন জানুয়ারির তুলনায় ২ শতাংশ কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ। এদিকে উৎপাদন কমলেও ফেব্রুয়ারিতে পণ্যটির মজুদ ও রফতানি বেড়েছে।


মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ জানায়, ফেব্রুয়ারিতে দেশটি ২৯ হাজার ৬৯১ টন প্রাকৃতিক রাবার উৎপাদন করে। আগের মাসে রফতানির পরিমাণ ছিল ৩০ হাজার ২৮৭ টন।


এদিকে দেশটিতে ফেব্রুয়ারিতে প্রাকৃতিক রাবারের মজুদ আগের মাসের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৭১৯ টনে। ওই মাসে দেশটি ৫৫ হাজার ৮২ টন রাবার রফতানি করে, যা আগের মাসের তুলনায় ২৭ দশমিক ৮ শতাংশ বেশি।


রাবার রফতানিতে মালয়েশিয়ার সবচেয়ে বড় বাজার চীন। ফেব্রুয়ারিতেও সেখানে সর্বোচ্চ পরিমাণ রফতানি করা হয়েছে। অর্থমূল্যে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ কোটি রিঙ্গিত, যা এর আগের মাসের তুলনায় ৭ শতাংশ বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না