বিষয়টি নিশ্চিত করেছে ইউএস কনজিউমার প্রডাক্ট সেফটি (সিপিএসসি) কমিশন। খবর সিএনএন।
সম্প্রতি কিছু অভিযোগে বলা হয়েছে, এসব ডিজারজেন্টের প্যাকেটের কারণে ছোট শিশুদের অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে। এরপর পণ্যগুলো প্রত্যাহার করতে প্রক্টর অ্যান্ড গ্যাম্বরকে নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা সিপিএসসি।
টাইড, গেইন, এইস ও এরিয়েল লিকুইড লন্ড্রি ডিটারজেন্টের ওই চালানগুলো গত বছরের সেপ্টেম্বর থেকে গত ফেব্রুয়ারির মধ্যে তৈরি করা হয়েছিল।
এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                