ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় গত ৭ অক্টোবর। এরপর ইসরায়েলের কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে দেশটি যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। গাজায় কয়েক হাজার টন ত্রাণও পাঠিয়েছে তুরস্ক।
তবে গাজায় অব্যাহত বোমা হামলা ও ফিলিস্তিনিদের হত্যার পরেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে তুরস্ক। তবে এবার সেখান থেকে সরে এসে ইসরায়েলের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করলো আঙ্কারা।
আঙ্কারা এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
মূলত বিভিন্ন ক্যাটাগরির ৫৪টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাজায় কোনো যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এমআই