ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের দুটি আলাদা নৌকা ডুবির ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় ৫৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে জানানো হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা দুটি ডুবে গেলে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল থেকে ইতালির কোস্ট গার্ড হতাহতদের উদ্ধার করে। প্রথম অভিযানে ৯ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ ও ২২ জনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। পরের অভিযান চালিয়ে ৩৭ জনকে উদ্ধার করা হয়।


জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস– ইউএনএইচসিআর জানায়, গ্রীষ্মকালে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার প্রবণতা বৃদ্ধি পায়।


ইতালির অতি-ডান-নেতৃত্বাধীন সরকার সম্প্রতি দাতব্য সংস্থার নৌকাগুলোকে উদ্ধারের পর উত্তর বন্দরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। তাদের কার্যক্রম কমিয়েছে। নিয়ম লঙ্ঘন করেছে বলে নৌকাগুলোকে আটক করছে।


ইউএনএইচসিআর-এর মুখপাত্র ফেদেরিকো ফসি বলেন, গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে এমন ঘটনা আরও ঘটতে পারে। কারণ এ সময় আরও বেশি সংখ্যক মানুষ সম্পূর্ণ অপ্রস্তুত নৌকা নিয়ে ইতালি যাচ্ছে।


ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত উত্তর আফ্রিকা থেকে ইতালিতে আসার পথে ভূমধ্যসাগরে ৩৮৫ জন নিখোঁজ হয়েছেন। ২০১৪ সালে নিখোঁজ অভিবাসী প্রকল্প চালু করার পর থেকে ২৩ হাজার ১০৯ জন নিখোঁজ হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না