চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট অনুষ্ঠিত

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট অনুষ্ঠিত

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা নিজ নিজ লক্ষমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন তাদেরকে বিভিন্ন ক‍্যাটাগরিতে 'চার্টার্ড অ্যানুয়াল অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।


বুধবার (১৭ এপ্রিল) রাজধানীার হোটেল শেরাটনে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ‘অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট প্রোগ্রাম-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় অনুষ্ঠান শুরু করা হয়।


কোম্পানীর সিইও এস এম জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান ইঞ্জি: মো. নুরুল আকতার, পরিচালক মোহা. নূর আলী, নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ ফোরকান উদ্দিন সহ কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় কোম্পানীটির ব্যাংকাস্যুরেন্স চ্যালেনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আগত ২০২৩ সালের ৫৪ জন সফল বীমাকর্মীকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানীর ভবিষ্যত উন্নতি কামনা করে বক্তব্য রাখেন এবং সেবার মান বজায় রেখে কোম্পানীর উত্তরোত্তর সাফল্য কামনা করে অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। কোম্পানীর সিইও এস এম জিয়াউল হক সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি