টানা ৬ষ্ঠ সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের বাজার

টানা ৬ষ্ঠ সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের বাজার

আন্তর্জাতিক বাজারে গতকাল বেশির ভাগ অলৌহঘটিত ধাতু বা ননফেরাস মেটালের দাম বেড়েছে। এর মধ্যে সরবরাহ সংকটের উদ্বেগে অ্যালুমিনিয়ামের দাম টানা ষষ্ঠ সপ্তাহের মতো বেড়েছে।


লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ৬৫২ ডলারে উন্নীত হয়েছে। তথ্য বলছে, লন্ডন মেটাল এক্সচেঞ্জ সিস্টেমে রুশ অ্যালুমিনিয়ামের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা আগামীকাল থেকে কার্যকর হবে। এ কারণে ধাতুটির সরবরাহ সংকুচিত হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে এলএমইতে ধাতুটির দাম বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এ নিয়ে টানা ছয় সপ্তাহ সেখানে অ্যালুমিনিয়ামের দাম ঊর্ধ্বমুখী।


এলএমইতে তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৭৯৬ ডলারে। এর আগের দিন প্রতি টনের মূল্য উঠেছিল ৯ হাজার ৮৪৩ ডলার পর্যন্ত, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ধাতুটির সাপ্তাহিক দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে জুনে সরবরাহ চুক্তিতে তামার দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৭৯ হাজার ৪৭০ ইউয়ানে।


অন্যান্য ধাতুর মধ্যে গতকাল নিকেলের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৮ হাজার ৮০০ ডলারে ঠেকেছে। সাপ্তাহিক দাম বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। এছাড়া একদিনের ব্যবধানে দস্তার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৮৫৩ ডলার ৫০ সেন্ট, সিসার দাম দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৪ ডলার ও টিনের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ৩৪ হাজার ১৫০ ডলারে উন্নীত হয়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না