এই কর্মসূচির আওতায় শিশুদের সৃজনশীল কাজ ও পারিবারিক কাজে অংশগ্রহণের ছবি ও ভিডিও প্রাণ ডেইরীর ফেসবুক পেজে পাঠিয়ে দিয়ে জিতে নেয়া যাবে আকর্ষণীয় পুরস্কার।
গত ২৯ অক্টোবর থেকে প্রাণ মিল্ক পাউডারের ‘আমার লিটল স্টার’ কর্মসূচি শুরু হয়েছে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
‘প্রাণ মিল্ক পাউডার’-এর হেড অব মার্কেটিং তোষন পাল বলেন, ‘করোনার কারণে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময়ে তারা ঘরে আবদ্ধ থাকলেও নতুন কিছু শেখা ও আবিষ্কার থেমে নেই। বাবা-মাকে বিভিন্ন কাজে সহায়তা করা, সৃজনশীল নতুন নতুন দক্ষতা অর্জন করা, বই পড়াসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে তারা। ‘আমার লিটল স্টার’ কর্মসূচির উদ্দেশ্য শিশুদের সুস্থ স্বাভাবিক বিকাশে উৎসাহ দেয়া।’
‘প্রাণ মিল্ক পাউডার’-এর ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান সরকার জানান, ‘আমার লিটল স্টার’ কর্মসূচিতে অংশ নিতে প্রথমে অংশগ্রহণকারীকে শিশুদের প্রিয় মুহূর্তগুলোর ছবি অথবা ভিডিও নিতে হবে। এরপর প্রাণ ডেইরী’র ফেসবুক পেজে আমার লিটল স্টার সংক্রান্ত পোস্টের কমেন্টে শিশুদের সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিওর সঙ্গে প্রাণ মিল্ক পাউডারের প্যাকেটের ছবি পাঠিয়ে দিতে হবে। সেরা প্রতিযোগীদের জন্য থাকছে টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, প্রেসার কুকার, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় গিফট হ্যাম্পার।’