দুই কোম্পানির মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন হয়েছে। এর অধীনে বার্ষিক ১১ লাখ টনের গ্রাইন্ডিং ইউনিটের নিয়ন্ত্রণ পাচ্ছে আলট্রাটেক। মহারাষ্ট্রের পার্লিতে ইন্ডিয়া সিমেন্টের সম্পত্তি শিগগিরই হস্তান্তর হবে।
অধিগ্রহণের পর আলট্রাটেক পার্লি ইউনিটের সক্ষমতা বাড়াবে বলে জানা গেছে। এখানে বার্ষিক ১২ লাখ টন গ্রাইন্ডিং ক্ষমতা সম্প্রসারণে ১৬৬ কোটি রুপি বিনিয়োগ করবে। এ সম্পর্কে কোম্পানিটি জানায়, এ অধিগ্রহণ পরিকল্পনা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ। এর মাধ্যমে মহারাষ্ট্রের দ্রুতবর্ধনশীল নির্মাণ খাতের বাজারে আলট্রাটেকের উপস্থিতি আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ইন্ডিয়া সিমেন্টের পাশাপাশি নিজস্ব কারখানায় বিনিয়োগ বাড়াবে বলেও জানিয়েছে আলট্রাটেক। মহারাষ্ট্রে বিদ্যমান ধুলে প্লান্টে নতুন করে ৩৩৮ কোটি রুপি বিনিয়োগ হবে। এতে ওই ইউনিটের সক্ষমতা বাড়বে বার্ষিক ১৮ লাখ টন।
আলট্রাটেকের পক্ষ থেকে বলা হচ্ছে, অভ্যন্তরীণ আয় থেকে এ অধিগ্রহণ প্রক্রিয়ায় অর্থায়ন করা হবে। ২০২৬ অর্থবছরের মধ্যে ইন্ডিয়ার সিমেন্টের অবকাঠামোয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।
এমআই