আজ মঙ্গলবার বিকেলে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুধু পিএসএল খেলার অনুমতি দেয়াই নয়, তামিম ও রিয়াদ যাতে দেশে ফিরে যাতে খুব সংক্ষিপ্ত সময়ের কোয়ারেন্টাইন করে নির্বিঘ্নে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ খেলতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।
প্রসঙ্গতঃ পিএসএলে তামিমের দল লাহোর কালান্দার আর রিয়াদের দল মুলতান সুলতান যদি ফাইনালে ওঠে, তাহলে তাদের ১৮ নভেম্বরের আগে দেশে ফেরা হবে না। কারণ, ১৭ নভেম্বর ফাইনাল।
এদিকে বিসিবি প্রধান নির্বাহীর কথা শুনে মনে হচ্ছে, ২২ থেকে ২৩ নভেম্বরের আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ শুরু হবে না। তাই তামিম ও রিয়াদের দল ফাইনালে গেলে তারা ফাইনাল শেষ করে এসেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু থেকে খেলতে পারবেন।