সেপ্টেম্বরে যেখানে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছিল ২৭ কোটি ৪৯ লাখ টাকা। সেখানে অক্টোবরে আদায় হয়েছে ২১ কোটি ৬২ লাখ টাকা। যা আগের মাসের চেয়ে প্রায় ৬ কোটি টাকা কম।
চলতি বছরের অক্টোবরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৭ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৪১৩ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৩৬৭ টাকা।
অন্যদিকে আগের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৫০২ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৯১৯ টাকা।