নির্বাচনের প্রথম ফলাফল যখন কড়া নাড়ছে, তখন মার্কিন সংবাদমাধ্যমগুলো ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। সে হিসাবে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ১২টি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ানা, কেনটাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া প্রভৃতি। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প সব কটিতে জিতেছিলেন।
বাইডেন এখন পর্যন্ত ১০টি অঙ্গরাজ্য দখল করতে পেরেছেন, যার মধ্যে নিজের অঙ্গরাজ্য ডেলওয়ার রয়েছে। তাঁর জন্য বড় পুরস্কার নিউইয়র্ক ও মার্কিন রাজধানী ওয়াশিংটন, কানেটিকাট। বাইডেন যেসব রাজ্যে জিততে যাচ্ছেন, সেগুল ২০১৬ সালে হিলারি ক্লিনটন জিতেছিলেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, ইলেক্টোরাল ভোটের হিসাবে বাইডেন পাচ্ছেন ১১৭ ও ট্রাম্প ৮০। কিন্তু জাদুকরি সংখ্যাটি ২৭০। যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচনে জিতে যাবেন।
নির্বাচন পর্যবেক্ষকেরা আশা করছেন, কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ফলাফল হোয়াইট হাউসের দৌড়ে গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে।
মার্কিন মিডিয়া সিএনএন, ফক্স নিউজ, এমএসএনবিসি, এবিসি, সিবিএস ও নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস অনুযায়ী, কোন প্রার্থী কোন অঙ্গরাজ্য জিতছেন তা দেখে নিন:
ট্রাম্প (৮০)
অ্যালাবামা (৯)
আরকানসাস (৬)
ইন্ডিয়ানা (১১)
কেন্টাটি (৮)
লুইজিয়ানা (৮)
মিসিসিপি (৬)
নর্থ ডাকোটা (৩)
ওকলোহোমা (৭)
সাউথ ডাকোটা (৩)
টেনেসি (১)
ওয়েস্ট ভার্জিনিয়া (৫)
ওয়েমিং (৩)
বাইডেন (১১৭)
কানেকটিকাট (৭)
ডেলওয়ার (৩)
ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩)
ইলিনয় (২০)
ম্যারিল্যান্ড (১০)
ম্যাসাচুসেটস (১১)
নিউ জার্সি (১৪)
নিউইয়র্ক (২৯)
রোডি আইল্যান্ড (৪)
ভারমন্ট (৩)
ভার্জিনিয়া (১৩)