ফক্সের পূর্বাভাস অনুযায়ী, অ্যারিজোনায় রিপাবলিকান সিনেটর মার্থা ম্যাকসালিকে হটিয়ে জায়গা দখল করছেন ডেমোক্র্যাট মার্ক কেলি। এর মাধ্যমে লাল রাজ্য নীলে পরিণত হচ্ছে। অন্যদিকে, অ্যালাবামায় ডেমোক্রেটিক সিনেটর ডগ জোনসকে হটিয়ে দিচ্ছেন রিপাবলিকান টমি টিউবারভিল। প্রথম ও একমাত্র রিপাবলিকান হিসেবে ডেমোক্র্যাট শিবিরে হানা দিয়েছেন তিনি।
ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ফ্লোরিডায় জিতবেন ট্রাম্প। এখানে ২৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এ অঙ্গরাজ্য জয়ের ফলেই তাঁর পুনর্নির্বাচনের আশা জেগে রয়েছে। এ অঙ্গরাজ্য যদি বাইডেন জিততে পারতেন, তবে ট্রাম্পের আশা ধূলিসাৎ হয়ে যেত।
ফক্সের পূর্বাভাসে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়াতে ট্রাম্পকে পেছনে ফেলবেন বাইডেন। সেখানে ৫৫টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এর পাশাপাশি ওরেগন অঙ্গরাজ্যও বাইডেনের দখলে চলে যেতে পারে। ওয়াশিংটনের ভোটও যেতে পারে বাইডেনের পক্ষেই। তবে উটাহ অঙ্গরাজ্যে ট্রাম্প জিতবেন।
ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেনের ইলেক্টোরাল ভোট দাঁড়িয়েছে ২২৩ আর ডোনাল্ড ট্রাম্পের ১৬৬। যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন, তিনি নির্বাচনে জয়ী হবেন। ভোটের হিসাবে বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ।