সম্প্রতি প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) টেসলা মুনাফা করেছে ১১৩ কোটি ডলার। অথচ ২০২৩ সালের একই প্রান্তিকে এর পরিমাণ ছিল ২৫০ কোটি ডলার। অর্থাৎ, মুনাফা কমেছে প্রায় ৫৫ শতাংশ।
অবশ্য বিক্রির পরিমাণ কমে যাওয়া ও পণ্যের মূল্য কমানোসহ অন্যান্য কারণে মুনাফা কমতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। চলতি বছর কোম্পানির শেয়ারদরও কমে প্রায় ৪৩ শতাংশ।
বছরের প্রথম তিন মাসে ২ হাজার ১৩০ কোটি ডলার আয় করেছে টেসলা, যা বিশ্লেষকদের পূর্বাভাস থেকে প্রায় বিলিয়ন ডলার কম। পূর্বাভাসে বলা হয়েছিল, জানুয়ারি-মার্চ প্রান্তিকে এ ইভি নির্মাতার আয় হবে ২ হাজার ২০০ কোটি ডলারের বেশি।
এদিকে পূর্বপরিকল্পিত মডেলগুলো বাজারে আনা হবে বলে বিনিয়োগকারীদের নিশ্চিত করেছেন ইলন মাস্ক। এ ঘোষণা দেয়ার পর পরই কোম্পানির শেয়ারদর ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে গেছে।
গাড়ির নতুন মডেল আনার ঘোষণা দিলেও উল্লেখযোগ্য হারে কর্মী ছাঁটাই করছে টেসলা। আগামী জুনের মাঝামাঝি থেকে ক্যালিফোর্নিয়ায় ৩ হাজার ৩৩২ ও টেক্সাসে ২ হাজার ৬৮৮ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
এমআই