ফ্যাক্টরস চেইন ইন্টারন্যাশনাল হিসেবে পরিচিত এফসিআই ফ্যাক্টরিং অ্যান্ড ফাইন্যান্সিং অব ওপেন অ্যাকাউন্ট ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড রিসিভেবলের ক্ষেত্রে বৈশ্বিক প্রতিনিধি সংস্থা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইবিএল এফসিআইয়ের আধুনিক কমিউনিকেশন ব্যবস্থা, ক্রস-বর্ডার আইনি কাঠামো এবং আরবিট্রেশন সেবাও লাভ করতে পারবে। এছাড়া ই-লার্নিং, আঞ্চলিক সেমিনার ও আন্তর্জাতিক কোর্সগুলোসহ বিভিন্ন শিক্ষামূলক প্রডাক্ট সুবিধা ভোগ করতে পারবে ইবিএল। প্রয়োজনে এফসিআই ওয়েবসাইট থেকে পূর্ণ বৈশ্বিক পরিসংখ্যান, গবেষণালব্ধ ফলাফল, প্রেজেন্টেশনসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হবে।
এ বিষয়ে ইবিএলের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, এফসিআইয়ের সঙ্গে ইবিএলের এ নতুন সম্পর্কের মাধ্যমে আমাদের জন্য বৈশ্বিক ফ্যাক্টরিং বাজার অন্বেষণের দ্বার উন্মুত্ত হলো। গ্রাহকদের ঝুঁকি হ্রাসের সঙ্গে সঙ্গে এর মাধ্যমে আরো উদ্ভবনী সমাধান অফারের সুযোগ পাবে ইবিএল।
এফসিআই মহাসচিব পিটার মালরয় বলেন, আমরা আনন্দিত যে গ্রাহকদের ক্রস-বর্ডার ফ্যাক্টরিং সুবিধা প্রদানের লক্ষ্যে ইবিএল এফসিআই সদস্যপদ গ্রহণ করেছে। আমি নিশ্চিত, আগামী বছরগুলোয় যেসব দেশে ফ্যাক্টরিং লেনদেন সর্বাধিক বৃদ্ধি পাবে, বাংলাদেশ তার মধ্যে একটি।