ধানে পোকার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

ধানে পোকার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক
চাহিদা ও ভালো দাম পাওয়ায় হিলিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কাটারি ধানের আবাদ। তবে এবার ধানের ক্ষেতে পোকার আক্রমণে খরচ ওঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

অন্যান্য ধানের তুলনায় চিকন ধানের ভালো দাম পাওয়ার কারণে লাভজনক হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কাটারি ধানের আবাদ। মাঠের পর মাঠ এই চিকন ধানের আবাদ করছেন কৃষকরা। এবারও সেই আশায় কাটারি ধান লাগিয়েছে। গাছের অবস্থাও বেশ ভালো ছিল। কিন্তু এখন এসে যে অবস্থা দাঁড়িয়েছে পচারির মতো একধরনের রোগ ধরে পুড়ে যাওয়ার অবস্থা। এটা মাজরা না কারেন্ট পোকা তাও বোঝা যাচ্ছে না। তিন থেকে চার বার ওষুধ ছিটিয়েছি তারপরেও ধান ভালো করতে পারছে না।

এমনভাবে পুড়ে গেছে, জমির জায়গায় জায়গায় ভালো আবার জায়গায় জায়গায় সাদা হয়ে গিয়েছে। যেসব ধানের শীষ বের হচ্ছে তার মধ্যে পোকায় পুরো ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে। আবার অনেক গাছে কোনও ধরনের শীষও আসছে না। প্রতিবছর বিঘা প্রতি ১২ মণ করে ধান পেলেও এবারে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে ৬ মণ ধান পাবো কিনা সন্দেহ। এতে ধান আবাদ করতে যে আমাদের খরচ হয়েছে তাতে লোকসান হবে।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা