১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টয়োটা

১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টয়োটা
বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সরবরাহ চেইন ও হাইড্রোজেন প্রযুক্তিসহ বিভিন্ন খাত শক্তিশালী করার লক্ষ্যে নতুন বিনিয়োগ ঘোষণা করেছে টয়োটা। পরিকল্পনা বাস্তবায়নে ২০২৫ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে ১ হাজার ২৯০ কোটি ডলার (২ ট্রিলিয়ন ডলার) খরচ করবে এ জাপানি অটো জায়ান্ট। খবর নিক্কেই এশিয়া।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) টয়োটা মোটরের নিট মুনাফা ছিল ৩ হাজার ১৮০ কোটি ডলার (৪ দশমিক ৯ ট্রিলিয়ন ইয়েন), যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণ। ইয়েনের দুর্বল মান ও হাইব্রিড যানবাহনের চাহিদার এ প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে বলে জানানো হয় সম্প্রতি প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদনে।

আর্থিক প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সম্প্রতি শেষ হওয়া অর্থবছরে টয়োটার পরিচালন আয় ছিল ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন, যা বার্ষিক ৯৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে। মোট আয় ছিল ৪৫ ট্রিলিয়ন ইয়েন, যা বার্ষিক ২১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। উভয় ক্ষেত্রেই আয়ের রেকর্ড গড়েছে টয়োটা।

হাইব্রিড গাড়ির দৃঢ় চাহিদা এবং উত্তর আমেরিকা ও ইউরোপে গাড়ির সংশোধিত মূল্য প্রতিষ্ঠানটির পরিচালন আয়ে আরো ২ ট্রিলিয়ন ইয়েন যোগ করেছে। ইয়েনের দুর্বল মান বৈদেশিক আয়ে অবদান রেখেছে। বৈদেশিক মুদ্রার হার পরিচালন আয়ে অতিরিক্ত ৬৮ হাজার ৫০০ কোটি ইয়েন যোগ করেছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না