চুক্তির মাধ্যমে ইউসিবি গ্রাহকদের কাছে ইস্টল্যান্ডের লাইফ ইন্স্যুরেন্স-বহির্ভুত পণ্য বিক্রি করতে পারবে। এই চুক্তির মাধ্যমে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উল্লেখযোগ্য সংখ্যক ইউসিবি গ্রাহকের কাছে পৌঁছাতে সক্ষম হবে।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) শহীদ-ই-মনজুর মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, ইউসিবির প্রধান ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তা এটিএম তাজমিলুর রহমান এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শারিয়ার সিদ্দিক, উপ-ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই