চীনের শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ চলতি বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত মোট ৪ কোটি ৩০ লাখ টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটির প্রাকৃতিক গ্যাস আমদানির ২০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে শুধু এপ্রিলেই ১ কোটি ৩ লাখ টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে চীন।
প্রতিবেদনে চীনের শুল্ক বিভাগ আরো জানায়, এ সময়ের মধ্যে প্রাকৃতিক গ্যাসের গড় আমদানি মূল্য ১৫ শতাংশ কমেছে। জানুয়ারি-এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে চীন। দেশটি সাধারণত পাইপলাইনের মাধ্যমে এ গ্যাস আমদানি করে। কিন্তু চলতি বছরের প্রথম চার মাসে দেশটি কোন মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি চীনের শুল্ক বিভাগ।
এমআই