বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান ফোর লেন প্রকল্পের নির্মাণাধীন ব্রিজের কাজে ভেকু ব্যবহারের সময় অসতর্কতাবসত গ্যাস লাইনের পাইপ ছিদ্র হয়ে যায়। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শিল্প কারখানার উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
জালালাবাদ গ্যাস শাহজিবাজারের ব্যবস্থাপক জুনাইদ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে লাইন মেরামতের পর প্রতিষ্ঠানগুলোয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে এ দুর্ঘটনায় প্রায় তিন ঘণ্টা ধরে ২০টি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরে লাইনটি স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়েছে।
এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                