মক্কায় ভিজিট ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা

মক্কায় ভিজিট ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা

হজ মৌসুম চলাকালে মক্কায় ভিজিট ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। হজ মৌসুমে মক্কায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত মক্কায় ভিজিট ভিসাধারীদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


বৃহস্পতিবার (২৩ মে) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।


পাশাপাশি ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হয় না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এসপির প্রতিবেদন জানানো হয়েছে।


সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট ভিসাধারীদের এই সময়ে হজের অনুমতি ছাড়া মক্কায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। আর তা না মেনে মক্কায় ভ্রমণ করলে সৌদির নিয়মানুসারে জরিমানা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।


এই বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করবে। আশা করা হচ্ছে, এই বছর ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হবে। হজের আনুষ্ঠানিকতা চলাকালে অনুমোদিত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ও সাংগঠনিক ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না