আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে সোনার দাম। স্পট মার্কেটে গতকাল এ পণ্যের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৪২ ডলার ৭৩ সেন্টে।


যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল সোনার দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স সোনা কেনাবেচা হয়েছে ২ হাজার ৩৪৩ ডলার ৬০ সেন্টে।


দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী ছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াতে পারে এমন সম্ভাবনা প্রকাশের পর সোনার দাম কমে গিয়েছিল।


চলতি সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা। এ প্রতিবেদনসামনে রেখে সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন ফেডের নীতিনির্ধারকরা। সুদহার কমতে পারে এমন আশাবাদ সামনে রেখেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে।


এদিকে গতকাল স্পট মার্কেটে রুপার দামও আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি কেনাবেচা হয়েছে ৩০ ডলার ৮৩ সেন্টে। প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪০ ডলার ২৫ সেন্টে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দামও আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি কেনাবেচা হয়েছে ৯৭৬ ডলার ৭২ সেন্টে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না