ভারতীয় সামুদ্রিক পণ্য রপ্তানি কমেছে ৯ শতাংশ

ভারতীয় সামুদ্রিক পণ্য রপ্তানি কমেছে ৯ শতাংশ
গত অর্থবছরে ভারত থেকে সামুদ্রিক পণ্য রফতানি উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরে প্রধান রফতানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপে পণ্যের চাহিদায় মন্দা দেখা দিয়েছিল। এ সময় আগের অর্থবছরের তুলনায় রপ্তানি ৮ দশমিক ৭৪ শতাংশ কমে ৭৩৭ কোটি ডলার হয়েছে। খবর দ্য হিন্দু।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুসারে, ২০২২-২৩ সালে ৮০৯ কোটি ডলারের সামুদ্রিক পণ্য রফতানি করে ভারত। অবশ্য সর্বশেষ অর্থবছরে রফতানি কমলেও চলমান ২০২৪-২৫ অর্থবছর নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। কারণ সাম্প্রতিক সময়ে সামুদ্রিক পণ্যের ক্রয়াদেশ বেড়েছে।

ভারতের প্রধান সামুদ্রিক পণ্য হলো হিমায়িত চিংড়ি। রফতানিকারকদের মতে, চাহিদায় মন্দা, প্রতিষ্ঠিত অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি ও একুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে হিমায়িত চিংড়ির রফতানি বৃদ্ধি গত অর্থবছরে ভারতের রফতানিকে প্রভাবিত করেছে।

২০২২-২৩ অর্থবছরে হিমায়িত চিংড়ির প্রধান আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র ও চীন। এ সময় চিংড়ি রফতানি করে ভারত ৪৩ হাজার ১৩৫ কোটি রুপি বা ৫ হাজার ৪৮১ কোটি ডলার আয় করে। পণ্যের ওজনের দিক থেকে মোট রফতানিতে এর অংশ ৪০ দশমিক ৯৮ শতাংশ। ডলারে হিসাবে মোট আয়ে হিস্যা ছিল ৬৭ দশমিক ৭২ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরে হিমায়িত চিংড়ির সামগ্রিক রফতানি ছিল ৭ লাখ ১১ হাজার ৯৯ টন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ২ লাখ ৭৫ হাজার ৬৬২ টন ও চীন ১ লাখ ৪৫ হাজার ৭৪৩ টন আমদানি করে শীর্ষস্থানে ছিল।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না