ধর্মমন্ত্রীর চুরি হওয়া ফোন উদ্ধার করলো ডিবি

ধর্মমন্ত্রীর চুরি হওয়া ফোন উদ্ধার করলো ডিবি

ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের খোয়া যাওয়া ফোন উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার (উত্তর) বিভাগ। এছাড়া ফোনটি চুরির অভিযোগে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি।


শুক্রবার (৩১ মে) ডিবি সাইবার (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আশরাফুল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ধর্মমন্ত্রীর চুরি যাওয়া আইফোন উদ্ধারসহ আন্তঃজেলা মোবাইল চোর চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার (উত্তর) বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


ডিবির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল দুপুরে ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।


এর আগে গত ৩০ এপ্রিল ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের ফোন খোয়া যায়। পরে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


থানায় করা জিডিতে বলা হয়, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গত ৩০ এপ্রিল সকালে ইসলামপুর পৌরসভাধীন মোশাররফগঞ্জে একটি জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি সিমসহ পড়ে যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা