দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ১০ একরেরও বেশি জায়গাজুড়ে ঐতিহ্যবাহী এই বাজার। দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে এসে কাপড়ের পাইকারি কেনাবেচা করেন।
ব্যবসায়ীরা জানান, একদিকে করোনা মহামারি অন্যদিকে বিদেশি কাপড় আমদানি শুরু হওয়ায়, এখানকার কাপড়ের বেচাকেনা নেমে এসেছে প্রায় অর্ধেকে।
তবে অল্প দামে মানসম্মত কাপড় ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এই বাজারে এসে কেনাকাটা করতে স্বাচ্ছন্দবোধ করেন পাইকারি ক্রেতারা।
শেখেরচর বাবুরহাটে পাইকারি কাপড়ের দোকানের সংখ্যা প্রায় ৫ হাজার। এখানে কর্মরত রয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ।
আগে প্রতি সপ্তাহে তিনদিনের হাটে দেড় হাজার কোটি টাকা বিক্রি হলেও বর্তমানে তা দুই থেকে তিনশ' কোটি টাকায় নেমে এসেছে বলে জানান শেখেরচর বাবুর হাট বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মো. মোখলেসুর রহমান।
অর্থসংবাদ/এসআর