ভারতে রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস

ভারতে রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস

ভারতে ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে (এপ্রিল-মার্চ) রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে দেশটিতে গমের ফলন ভালো হতে পারে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)।


প্রতিবেদনে এফএএস জানায়, চলতি বছরের এপ্রিল থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত ভারতে ১১ কোটি ৪০ লাখ টন গম উৎপাদিত হতে পারে, যা গত বছর থেকে ৩ দশমিক ৬ শতাংশ এবং গত উৎপাদন মৌসুম থেকে প্রায় ১০ শতাংশ বেশি। এর আগে গত বছর দেশটিতে ১১ কোটি টন এবং ২০২২-২৩ উৎপাদন মৌসুমে ১০ কোটি ৪০ লাখ টন গম উৎপাদিত হয়েছিল।


এফএএস আরো জানায়, মাটির আর্দ্রতা পর্যাপ্ত হওয়ায় সময়মতো রোপণ এবং অধিক সময়জুড়ে শীতকাল থাকায় কীটপতঙ্গ এবং রোগের প্রকোপ কম হবে। ফলে গত দুই বছরের তুলনায় বেশি গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে।


এফএএস ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে ভুট্টা ও ধানের উৎপাদনও আগের তুলনায় কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে। এ সময় দেশটিতে যথাক্রমে ৩ কোটি ৭৫ লাখ টন ভুট্টা এবং ১৩ কোটি ৮০ লাখ টন ধান উৎপাদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না