8194460 ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম - OrthosSongbad Archive

ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের কম দাম এবং চলতি মাসে রফতানি নিম্নমুখী হওয়ার আশঙ্কা ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।


বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল আগস্টে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম প্রতি টনে ১৪ রিঙ্গিত বা দশমিক ৩৬ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৫ রিঙ্গিতে (৮২৭ ডলার ৩৩ সেন্ট)। অন্যদিকে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৩৮ শতাংশ কমেছে।


ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়াবিনের দামও আগের দিনের তুলনায় ১ দশমিক ২৩ শতাংশ কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এ তেলবীজের দাম আগের দিনের তুলনায় দশমিক ৬৯ শতাংশ কমেছে।


ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক। সিংহভাগ সরবরাহই আসে এ দুই দেশ থেকে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় পাম অয়েলের। বিপুল সরবরাহ ও প্রতিদ্বন্দ্বী অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীদের কাছে এর কদর বেশি। তবে সম্প্রতি বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে পাম অয়েল উৎপাদন। ফলে চলতি বছর সবচেয়ে বেশি ব্যবহার হওয়া এ ভোজ্যতেলের সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না