ঢাকার পান্থপথে ৮০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

ঢাকার পান্থপথে ৮০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

রাজধানী ঢাকার মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের আওতাধীন শুক্রাবাদ মৌজায় পান্থপথ সড়কে ৮০ কোটি টাকা মূল্যের ০.০৮৭৪ একর জমিতে ৪তলা স্থাপনাসহ খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।


বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন।


এসময় মহানগরীর অন্যান্য রাজস্ব সার্কেলের সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক বলেন, অবৈধভাবে গড়ে ওঠা হোটেল ওলিও ইন্টারন্যাশনালের দীর্ঘদিন দখলে থাকা শুক্রাবাদ মৌজার এসএ, আরএস ও সিটি ১ নং খতিয়ানের ০.০৮৭৪ একর ভূমি ভূমিতে ৪তলা স্থাপনাসহ সরকারের দখল পুনরুদ্ধার করা হয়। উদ্ধার করা সরকারি সম্পত্তির মূল্য স্থাপনাসহ প্রায় ৮০ কোটি টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ