চীনে চাহিদার তুলনায় ভুট্টা উৎপাদন বাড়বে

চীনে চাহিদার তুলনায় ভুট্টা উৎপাদন বাড়বে

চীনে আগামী ১০ বছরের মধ্যে চাহিদার তুলনায় ভুট্টা উৎপাদন বাড়বে। দেশে এ শস্যপণ্যটির উৎপাদন ও চাহিদার মধ্যে ব্যবধান দূর করতে এবং আমদানিনির্ভরতা কমাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক শস্য সম্মেলনে এ তথ্য জানিয়েছেন চীনের ন্যাশনাল গ্রেইন অ্যান্ড অয়েল ইনফরমেশন সেন্টারের মনিটরিং অ্যান্ড প্রেডিকশন ডিপার্টমেন্টের পরিচালক লি শেংজুন।


সম্মেলনে তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে চীন ভুট্টা উৎপাদন ও চাহিদার মধ্যে ব্যবধান কমাবে। উৎপাদনের মোট হার দেশের চাহিদাকে ছাড়িয়ে যাবে।


এর আগে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে চীনে ২৯ কোটি ২০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি। অন্যদিকে এ সময় দেশটিতে এ পণ্যের অভ্যন্তরীণ চাহিদা হবে ৩১ কোটি ৩০ লাখ, যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেশি।


চীনে সাম্প্রতিক বছরগুলোয় গম ও ধানের উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে গেছে। তবে দেশটিতে এ সময় উৎপাদিত ভুট্টার উৎপাদন ও চাহিদার মধ্যে ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতেই পদক্ষেপ নিচ্ছে চীন সরকার।


চীন বিশ্বের বৃহত্তম ভুট্টা আমদানিকারক। দেশটিতে এ শস্যপণ্যের চাহিদাও সবচেয়ে বেশি। তাই চীনের অভ্যন্তরীণ সরবরাহ ও চাহিদার যেকোনো পরিবর্তন বিশ্ববাজারে ভুট্টার দাম ও সরবরাহে প্রভাব ফেলবে।


এর আগে এক পূর্বাভাসে জানানো হয়েছিল, ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে ২ কোটি ৩০ লাখ টন ভুট্টা আমদানি করা হতে পারে। এছাড়া গত বছরের মে মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত চীন মোট ২ কোটি ৩৭ লাখ টন ভুট্টা আমদানি করেছে। এর মধ্যে প্রায় ৭১ শতাংশ অর্থাৎ ১ কোটি ৬৮ লাখ টন ভুট্টা ব্রাজিল থেকে আমদানি করেছে দেশটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না