ইউনিমার্টে বিশেষ সুবিধা পাচ্ছে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকরা

ইউনিমার্টে বিশেষ সুবিধা পাচ্ছে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকরা

হাই ভ্যালু প্রিমিয়াম সেভারস অ্যাকাউন্ট হোল্ডারদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ইউনিমার্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।


চুক্তির অধীনে, হাই ভ্যালু প্রিমিয়াম সেভারস অ্যাকাউন্টের গ্রাহকরা ইউনিমার্টের আকর্ষণীয় কমপ্লিমেন্টারি গিফট ভাউচার সুবিধা পাবেন। ইউনাইটেড গ্রুপের একটি কনসার্ন ইউনিমার্ট লিমিটেড হলো ক্লায়েন্টদেরকে বিলাসবহুল অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রিমিয়াম রিটেইল সার্ভিসের একটি কেন্দ্র।


সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।


আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড নাকিব জামান এবং হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম।


এছাড়াও, অনুষ্ঠানটিতে ইউনিমার্টের পক্ষ থেকে, সিইও মুর্তজা জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স এইচইউএম মেহেদী সাজ্জাদ, সিনিয়র এক্সিকিউটিভ করপোরেট সেলস মো. ওয়াসিম সর্দার এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিশেষ সেগমেন্টের জন্য চমকপ্রদ সব সার্ভিসের সূচনা হিসেবে, ব্র্যাক ব্যাংক এই ধরনের একটি বিখ্যাত ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করেছে। গ্রাহকদের জন্য ভবিষ্যতে আরো আকর্ষণীয় অফার চালু করার প্রচেষ্টা অব্যাহত রাখবে ব্র্যাক ব্যাংক।


প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের ব্যাংকিং চাহিদা মেটাতে, তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করায় বরাবরই এগিয়ে থাকে ব্র্যাক ব্যাংক। হাই ভ্যালু গ্রাহকদের জন্য তাদের প্রত্যাশার চেয়েও দারুণ সার্ভিস এবং বেশি সুবিধা নিশ্চিত করে থাকে ব্র্যাক ব্যাংক।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি