বৈষম্য কমাতে ঋণ বিতরণে সংস্কার এনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক

আঞ্চলিক পর্যায়ের বৈষম্য আমলে নিয়ে ঋণ বিতরণের নীতি ও প্রণোদনার কাঠামোয় সংস্কার এনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, জেলা পর্যায়ে বৈষম্য কমাতে নির্দিষ্ট কিছু অগ্রাধিকারমূলক খাতে ঋণ দিতে ব্যাংকগুলোকে বাধ্য করছে আরবিআই।


জেলা পর্যায়ের বৈষম্য হ্রাসে যেসব খাতে ঋণ দেওয়া গুরুত্বপূর্ণ মনে করছে আরবিআই, সেসব খাতে ঋণ সরবরাহ নিশ্চিত করতে এই নীতি সংস্কার করা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। যেসব জেলায় এসব অগ্রাধিকারমূলক খাতে মাথাপিছু ঋণ ৯ হাজার রুপির কম, সেসব জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য।


এই সংস্কারের ফলে যেসব জেলায় অগ্রাধিকারমূলক খাতে ঋণের প্রবাহ কম, অর্থাৎ মাথাপিছু ৯ হাজার রুপির নিচে, সেখানে কোনো ব্যাংক ঋণ দিলে বিতরণ করা ঋণ হিসাব করার ক্ষেত্রে তা বেশি গুরুত্ব পাবে। ব্যাংকগুলোকে এসব জেলায় ঋণ দিতে উৎসাহিত করতে এই নীতি সংস্কার করা হয়েছে।


কোন জেলায় কত ঋণ দেওয়া হচ্ছে, আরবিআই তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখছে এবং ব্যাংকগুলোর সঙ্গে সেই তথ্য ভাগাভাগি করছে। এতে ঋণদাতা ব্যাংকগুলোর পক্ষে বোঝা সম্ভব হচ্ছে, কোন জেলায় ঋণ বিতরণে বৈষম্য হচ্ছে। এ তথ্য জানা থাকলে ব্যাংকগুলোর পক্ষে সেই ঘাটতি পূরণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।


এই কাঠামোর অধীন যেসব জেলায় অগ্রাধিকারমূলক খাতে বেশি ঋণ দেওয়া হচ্ছে, তাদের কম নম্বর দেওয়া হচ্ছে। কোনো জেলায় যেন বেশি ঋণ না যায়, তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা। এই কাঠামোর অধীন যেসব জেলায় অগ্রাধিকারমূলক খাতে মাথাপিছু ৪২ হাজার রুপির বেশি ঋণ দেওয়া হয়েছে, সেখানে ঋণ বিতরণে ব্যাংক কম নম্বর পাবে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না