এদিকে গতকাল শুক্রবার কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই পক্ষের অন্তত ১৯ জন নিহত হয়েছে।
ভারতের কর্মকর্তাদের দাবি, গোলাগুলিতে তাদের পাঁচজন সামরিক সদস্য এবং ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আটজন নিহত হওয়ার কথা বলছে ভারতের সেনাসূত্র।
গতকাল উড়িষ্যার বালাসোর উপকূলে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি বহনযোগ্য লঞ্চার থেকে ছোড়ার উপযোগী। সেই লঞ্চারে ছয়টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে বহন করা যায়।
উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে দ্রুত শনাক্ত করে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের সময় আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটির নকশা করা হয়েছে বলেও জানানো হয়। সূত্র : ওয়ানইন্ডিয়া
অর্থসংবাদ/ এমএস