বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ।
নিখোঁজ ডায়েরিতে ম্যানেজার উল্লেখ করেন, বুধবার (৩ জুলাই) বিকেলে প্রতিদিনের মতো নিরাপত্তারক্ষী বাবুল হোসেন পাটোয়ারীকে ব্যাংকের অবশিষ্ট টাকা হাজীগঞ্জ বাজারের জনতা ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠানো হয়। কিন্তু ব্যাংকে কোনও টাকা জমা হয়নি। তারও কোনও খোঁজ মেলেনি।
এদিকে, নিরাপত্তারক্ষীর মাধ্যমে টাকা প্রেরণের প্রসঙ্গে জনবল সংকটের কথা জানান ব্যাংকের ম্যানেজার।
হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিরাপত্তারক্ষী বাবুল হোসেনকে শনাক্তকরণের কাজ চলছে।
এমআই