মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে

মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে মালয়েশিয়ার পাম অয়েলের দাম কমেছে। শুক্রবার বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের সেপ্টেম্বরের সরবরাহ চুক্তি মূল্য দশমিক ৬৬ শতাংশ বা ২৭ রিঙ্গিত কমেছে। এতে তেলপণ্যটির চুক্তি মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৪ হাজার ৪০ রিঙ্গিত বা ৮৫৮ ডলার ৩০ সেন্ট।


তবে সপ্তাহের শেষে দাম কিছুটা কমলেও টানা দুই সপ্তাহ ধরে ভালো সময় পার করছে পাম অয়েলের বাজার। সর্বশেষ লেনদেন হওয়া সপ্তাহে তেলপণ্যটির চুক্তি মূল্য ৩ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। মুম্বাইভিত্তিক ভোজ্যতেল বিক্রেতা কোম্পানি সানভিন গ্রুপের গবেষণাপ্রধান অনিলকুমার বাগানি বলেন, মালয়েশিয়ায় মঙ্গলবার ছুটির দিন। একে সামনে রেখে ব্যবসায়ীরা পাম অয়েল বিক্রি বাড়িয়ে দিয়েছেন, যাতে দ্রুত মুনাফা অর্জন করতে পারেন। ফলে সপ্তাহ শেষে দাম কিছুটা কমেছে।


মঙ্গলবার ছুটির দিন উপলক্ষে মালয়েশিয়ায় পাম অয়েলের লেনদেন বন্ধ থাকবে। বুধবার থেকে আবারো বেচাকেনা শুরু হবে।


এদিকে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জের সঙ্গে অন্য মার্কেটগুলোয়ও পাম অয়েলের দাম কমেছে। ডালিয়ান কমিডিটি এক্সচেঞ্জে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্য ১ শতাংশ ও সয়াবিন তেলের চুক্তি মূল্য দশমিক ৯৭ শতাংশ কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে ছুটির দিন উপলক্ষে লেনদেন বন্ধ ছিল। আন্তর্জাতিক বাজারে পাম অয়েল অন্য ভোজ্যতেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে। ফলে অন্য ভোজ্যতেলের দামের ওঠানামায় পাম অয়েলের দামও প্রভাবিত হয়।


রয়টার্সের এক জরিপে দেখা যায়, রফতানি কমার কারণে জুনে মালয়েশিয়ায় পাম অয়েল মজুদ টানা তৃতীয় মাসের মতো বেড়েছে। দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদক দেশ। গত মাসে দেশটিতে পাম অয়েল উৎপাদনও কমে গেছে। জরিপের তথ্য বলছে, গত মাসে দেশটিতে ১৮ লাখ ৩০ হাজার টন পাম অয়েল মজুদ ছিল, যা মে মাসের মজুদের চেয়ে ৪ দশমিক ৫৩ শতাংশ বেশি। আগামী বুধবার জুনের পাম অয়েল বেচাকেনার পূর্ণ বিবরণী প্রকাশ করবে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড।


এদিকে মালয়েশিয়ায় গত শুক্রবার জ্বালানি তেলের দাম চতুর্থ সপ্তাহের মতো বেড়েছে। গ্রীষ্ম মৌসুমে চাহিদা বাড়ার সম্ভাবনা ও সরবরাহ নিয়ে শঙ্কার কারণে দেশটিতে জ্বালানি পণ্যটির দাম বাড়ছে। সাধারণত জ্বালানি তেলের দাম বাড়লে বায়ো-ডিজেল তৈরিতে পাম অয়েলের ব্যবহার বাড়ে। ফলে পাম অয়েলের চাহিদা বৃদ্ধি পায়।


প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক। সিংহভাগ সরবরাহই আসে এ দুই দেশ থেকে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় পাম অয়েলের। বিপুল সরবরাহ ও প্রতিদ্বন্দ্বী অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীদের কাছে এর কদর বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না