ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১০ জুলাই) পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিন্ডে বিডি।
বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইটিসি, সোনালী লাইফ, জাহিন টেক্সটাইল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, বিডি থাই ফুড এবং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।
অর্থসংবাদ/এমআই