বুধবার (১০ জুলাই) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ০৯ জুন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
জানা যায়, ৬০৭ কোটি ৬৯ লাখ টাকা সমপরিমান মূল্যের ই-রিডিমেবল, নন-কমিউলেটিভ এ প্রেফারেন্স শেয়ার বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যু করা হবে। যার প্রতিনিধিত্ব করবে সচিব, বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। যার কর পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।
উল্লেখ্য, ১৯৯৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নে ডেসকোকে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা দিয়েছে সরকার। যা এতদিন কোম্পানির আর্থিক বিবরণীতে সরকারি ইক্যুইটি হিসেবে দেখানো হতো।
এমআই