এতে উপস্থিত ছিলেন,‘ইজি বিল্ড’-এর ইনচার্জ ইঞ্জিনিয়ার মানিক সরকার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল ইসলাম, সাভার ডিওএইচএস পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ, সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোয়াজ্জেম হোসেনসহ ‘ইজি বিল্ড’-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (১৫ নভেম্বর) প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের সিনিয়র ম্যানেজার তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, শোরুমে পানি ও গ্যাস সরবরাহ, স্যানিটারি, বৈদ্যুতিক কিচেন, নিরাপত্তা সরঞ্জাম, নির্মাণ ও অ্যাক্সেসরিজ সামগ্রীসহ মোট সাতটি ক্যাটাগরিতে প্রায় চার হাজার ধরনের পণ্য পাওয়া যাবে। ক্রেতারা পণ্য ক্রয়ের পাশাপাশি সুদক্ষ প্রকৌশলীর কাছ থেকে বাড়ি নির্মাণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নিতে পারবেন। শুধু তাই নয়, ক্রেতারা চাইলে নিজস্ব তত্ত্বাবধানে পুরো বাড়ি নির্মাণ করে দেবে ইজি বিল্ড।
বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ‘ইজি বিল্ড’-এর ১০টি শোরুম রয়েছে।
অর্থসংবাদ/এ এইচ আর