জাপানি রাবারের দাম কমেছে

জাপানি রাবারের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে জাপানি রাবারের দাম কমেছে। সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের বিনিময় হার কমে গেছে। অন্যদিকে রাবারের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনীতিও খারাপ সময় পার করছে। এর প্রভাবে শুক্রবার নাগাদ জাপানিজ রাবারের দাম কমে গেছে।


ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) ডিসেম্বর সরবরাহ চুক্তিতে রাবারের দাম দশমিক ৯১ ডলার বা ৩ ইয়েন কমে গেছে। এতে মূল্য দাঁড়িয়েছে কেজিপ্রতি ৩২৪ দশমিক ৯ ইয়েন বা ২ ডলার ৪ সেন্ট। তবে লেনদেনের শেষ দিনে দাম কমলেও গত সপ্তাহের তুলনায় রাবারের দাম দশমিক ২৫ শতাংশ বেড়েছে।


এদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে প্রতি টন রাবারের দাম ১১৫ ইউয়ান কমে গেছে। এতে মূল্য দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯০ ইউয়ান বা ২০০৮ ডলার ৩১ সেন্ট।


প্রসঙ্গত, শুক্রবার ইয়েনের বিনিময়মূল্য আরো কমে গেছে। এর আগের দিন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমার খবরে আকস্মিকভাবে ইয়েনের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। তবে ব্যবসায়ীরা ধারণা করছিলেন, সরকার ইয়েন বিনিময়মূল্য নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে পারে। ফলে সাময়িকভাবে ইয়েনের দাম বাড়ার পর তা আবারো কমে গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না