অটোমোবাইল শিল্পাঞ্চল বাস্তবায়নের দাবিতে মতবিনিময়

অটোমোবাইল শিল্পাঞ্চল বাস্তবায়নের দাবিতে মতবিনিময়
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) উদ্যোগে ‘যশোরে ক্ষুদ্র মোটরগাড়ি শিল্পের উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। যশোরে অটোমোবাইল শিল্পাঞ্চল স্থাপনে উদ্যোক্তা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

গত (১৬ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা (আরআরএফ) এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভাপতিত্বের দায়িত্ব পালন করেন আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস।

প্রধান অতিথি মো. তমিজুল ইসলাম খান বলেন, অটোমোবাইল শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। সম্ভাবনাময় এ শিল্পের উন্নয়নে সরকার আন্তরিক। সরকারি অটোমোবাইল শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে শিল্প মন্ত্রণালয়।

এ সভায় বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান। এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আরআরএফের সহকারী পরিচালক অ্যান্টোনি বিশ্বাস, দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচআর তুহিন, যশোর সিসিটিএসের অধ্যক্ষ জেএলডি রোজারিও, যশোর অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীন কবীর।

অর্থসংবাদ/এসএ/২২:৫৩/১১:১৮:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর