প্রতিবেদন অনুযায়ী, বিপুলসংখ্যক ইউনিট উৎপাদন ও সরবরাহের জন্য নয়। আপাতত ফক্সকনের কাছে পাঠানো হয়েছে ফোল্ডিং আইফোনের অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি এবং মাইক্রো-এলইডি ডিসপ্লে টেকনোলজি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। কারণ সংযোজন প্রক্রিয়ার সঙ্গে ডিসপ্লে প্রযুক্তি অনেকাংশে সম্পৃক্ত। অ্যাপলের পক্ষ থেকে ফোল্ডিং আইফোনের নমুনার ডিসপ্লে অন্তত এক লাখ বার খোলা ও বন্ধ করে পরীক্ষার আহ্বান জানানো হয়েছে। কারণ এর আগে স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের ডিসপ্লে কয়েকবার খোলা ও বন্ধ করার ফলে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছিল।
মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ফোল্ডিং আইফোনের সবচেয়ে সাশ্রয়ী সংস্করণে ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রাখা হতে পারে। এটির মূল্য ধরা হতে পারে ১ হাজার ৪৯৯ ডলার। ফোল্ডিং আইফোনের বিষয়ে নানা তথ্য সামনে এলেও নির্মাতা অ্যাপলের পক্ষ থেকে এখন অবধি আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অর্থসংবাদ/এসএ/ ২৪:২০/১১:১৮:২০২০