পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক কূটনীতিক সুপ্রদীপ চাকমা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ডা. বিধান রঞ্জন রায়। সরকারের এই দুই উপদেষ্টাকে বৃহস্পতিবার শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথগ্রহণ করেন।
ওইদিন দুই উপদেষ্টা ঢাকার বাইরে ছিলেন বলে অনুষ্ঠানে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এমআই