বেড়েছে কাঁচা মরিচ আমদানি, দাম কমেছে ৪০ টাকা

বেড়েছে কাঁচা মরিচ আমদানি, দাম কমেছে ৪০ টাকা
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। ফলে কমতে শুরু করেছে দাম। দুইদিনের ব্যবধানে হিলি বাজারে কেজিতে কাঁচা মরিচের দাম কমেছে ৪০ টাকা। বন্দরের তথ্যানুযায়ী, শনিবার (১০ আগস্ট) ভারতীয় ২২ ট্রাকে ২০৬ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

রোববার (১১ আগস্ট) হিলির খুচরা বাজার ঘুরে দেখা যায়, ক'দিন আগে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কেজিতে ৪০ টাকা কমে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দেশীয় কাঁচা মরিচ দু একটা দোকানে দেখা গেলেও একই দামে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব জানান, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষেতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদনও অনেক কম হচ্ছে। তাই মোকামে সরববাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বর্তমানে দেশীয় কাঁচা মরিচ না পাওয়ায় আমদানি করা মরিচ বিক্রি করছি।

বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। বাজার স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে অন্যান্য পণ্যসহ কাঁচা মরিচ আমদানি বাড়ানো হয়েছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান