বিশেষজ্ঞদের দাবি, টিকা মানেই করোনার কবলমুক্ত হয়ে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বার্তা। বহু মানুষের জীবন ও জীবিকা বেঁচে যাওয়া। ফলে খুশির প্রতিফলন সারা বিশ্বের শেয়ার সূচকে। ভারতও তার শরিক।
তবে বাজার নিয়ে চূড়ান্ত মতবিরোধে রয়েছেন বিশেষজ্ঞদের অনেকেই। মূলধনী বাজার নিয়ে গবেষণা সংস্থা ভ্যালু রিসার্চের এমডি ধীরেন্দ্র কুমার বলেন, মতবিরোধ এই কারণেই যে, দেশের অর্থনীতিতে উন্নতি চোখে পড়ছে না। অথচ সূচক দৌড়চ্ছে রকেট গতিতে।’’
বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খন্ডেলওয়াল বলেন, মুনাফা ঘরে তুলতে শেয়ার বিক্রির জেরে সূচক পড়তেই পারে। তা হাজার-দেড় হাজার পয়েন্ট হলেও অবাক হব না।’’ তবে সংশোধন হলেও বাজারের মুখ উপরের দিকেই থাকবে বলে মনে করছেন অজিতের মতো বিশেষজ্ঞেরা। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির লগ্নিই সূচককে নামতে দেবে না বলে ধারণা তাঁদের। যারা আজই ৪৯০৫.৩৫ কোটি টাকার শেয়ার কিনেছে।
অর্থসংবাদ/ এমএস/১৬: ৫০/ ১১: ১৮: ২০২০