রেকর্ড হবে ইইউর ভুট্টা আমদানিতে

রেকর্ড হবে ইইউর ভুট্টা আমদানিতে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে আমদানিকারকের শীর্ষ তালিকায় ভুট্টা। গত বছর এসব দেশে কৃষিপণ্যটির আমদানিতে মন্দা ভাব বজায় ছিল। কিন্তু চলতি বছর ভুট্টা আমদানি আগের বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বাড়াতে পারে ইইউ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ইইউভুক্ত দেশগুলোয় সব মিলিয়ে ২ কোটি ৩০ লাখ টন ভুট্টা আমদানি হতে পারে। এক বছরের ব্যবধানে এসব দেশে কৃষিপণ্যটির আমদানি বাড়তে পারে ৬ দশমিক ৯৮ শতাংশ। গত বছর ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ২ কোটি ১৫ লাখ টন ভুট্টা আমদানি করেছিল, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৭১ শতাংশ কম। সে হিসাবে এক বছরের ব্যবধানে ইইউভুক্ত দেশগুলোয় কৃষিপণ্যটির আমদানি বাড়তে পারে ১৫ লাখ টন।

ইউএসডিএর প্রতিবেদনে জানিয়েছে, এর মধ্য দিয়ে ইইউর ইতিহাসে চলতি বছর সবচেয়ে বেশি ভুট্টা আমদানির রেকর্ড হতে পারে। এর আগে ২০১৮ সালে ইইউর ইতিহাসে সবচেয়ে বেশি ২ কোটি ৫২ লাখ ৯ হাজার টন ভুট্টা আমদানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৫২ শতাংশ বেশি।

অর্থসংবাদ/এসএ/১৫:২০/১১.১৯.২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর