ওই মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। এতে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদকেও আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম।
ওসি বলেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন সময়ের সহিংসতায় যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের ওই মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় দুটি মামলা হয়েছে। এর আগে আরেকটি মামলায় দীপু মনিসহ এজাহারভুক্ত ৫১০ জন এবং অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। দুটি মামলাতেই প্রধান আসামি দীপু মনি। ২ নম্বর আসামি করা হয়েছে তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদকে।
এমআই