দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরে আরও এক মামলা

দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরে আরও এক মামলা
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম খান।

ওই মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। এতে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদকেও আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম।

ওসি বলেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন সময়ের সহিংসতায় যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের ওই মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় দুটি মামলা হয়েছে। এর আগে আরেকটি মামলায় দীপু মনিসহ এজাহারভুক্ত ৫১০ জন এবং অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। দুটি মামলাতেই প্রধান আসামি দীপু মনি। ২ নম্বর আসামি করা হয়েছে তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদকে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট