জুলাইয়ে চীনের কয়লা আমদানি বেড়েছে

জুলাইয়ে চীনের কয়লা আমদানি বেড়েছে

ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া ও অস্ট্রেলিয়া থেকে গত মাসে কয়লা আমদানি বাড়িয়েছে চীন। এ সময় তাপমাত্রা বেশি থাকায় অতিরিক্ত বিদ্যুতের চাহিদায় জ্বালানি পণ্যটির আমদানি বাড়ানো হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার রফতানিকারকদের ওপর নিষেধাজ্ঞা ও লজিস্টিক জটিলতায় রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি বন্ধ রয়েছে।


বিশ্বের বৃহত্তম কয়লা রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যানুযায়ী, গত মাসে দেশটি থেকে চীন মোট ১ কোটি ৯২ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। তুলনামূলক কম খরচে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির সুযোগ থাকায় পরিমাণ বাড়ানো হয়েছে।


এর আগে ৭ আগস্ট প্রকাশিত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যানুযায়ী, জুলাইয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চীন ৪ কোটি ৬২ লাখ ১০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা সাত মাসে সর্বোচ্চ ও গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি।


এছাড়া জুলাইয়ে মঙ্গোলিয়া থেকে চীনে কয়লা রফতানি (বেশির ভাগই কোকিং কয়লা) ২৩ শতাংশ বেড়ে ৭৩ লাখ ১০ হাজার টন হয়েছে। এ সময় দেশটিতে অস্ট্রেলীয় কয়লা রফতানি ১৪ শতাংশ বেড়ে ৭১ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে।


রাশিয়া থেকে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে চীন। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত রাশিয়ার মোট কয়লা রফতানির ৪৫ শতাংশ কয়লাই চীনে পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না